আজকাল ওয়েবডেস্ক: কী কাণ্ড! পরপর আটবার পাল্টি খেল যাত্রীবাহী গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও, ভিতরে থাকা যাত্রীদের কিছুই হল না। গুরুতর আহত হওয়া তো দূরঅস্ত, বিন্দুমাত্র চোট পেলেন না কেউ। এমন দুর্ঘটনার পর রীতিমতো চমকে গেল পুলিশ থেকে স্থানীয়রা বাসিন্দারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগৌরে। শুক্রবার মধ্যরাতে হাইওয়েতে ঘটে দুর্ঘটনাটি। পুলিশ জানিয়েছে, গাড়িতে পাঁচজন ছিলেন। হাইওয়েতে টার্ন নিতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। এরপর গাড়িটি পাল্টি খেতে শুরু করে। পাল্টি খেতে খেতে হাইওয়ের ধারে একটি শোরুমের গেটে মারে গাড়িটি। তাতে আগুনও ধরে যায় গাড়িতে। অথচ আহত হননি কোনও যাত্রী।
পুলিশ জানিয়েছে, গাড়ির যাত্রীরা নাগৌর থেকে বিকানেরের দিকে যাচ্ছিলেন। হাইওয়েতে নিয়ন্ত্রণ হারানোর পরেই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে বাইরে বেরিয়ে যান চালক। গাড়িটি পাল্টি খাওয়ার সময় বাকি চারজন যাত্রীও দরজা খুলে বাইরে ঝাঁপিয়ে পড়েন। গাড়িতে আগুন ধরার আগেই প্রাণে বাঁচেন যাত্রীরা।
স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটি অন্ততপক্ষে আটবার পাল্টি খায়। পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েও প্রাণে বাঁচেন যাত্রীরা। এ ঘটনায় তাঁরা বিন্দুমাত্র আতঙ্কিত হননি। বরং গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার পর হাইওয়ের ধারের দোকানে এসে স্বাভাবিক চা খান।
